শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > কিলিয়ান এমবাপ্পে-নেইমারে পিএসজির ইতিহাস

কিলিয়ান এমবাপ্পে-নেইমারে পিএসজির ইতিহাস

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ফরাসি লিগকে একঘোড়ার রেস বানিয়ে ইতিহাসের পাতা রাঙিয়েই চলেছে পিএসজি। ক্লাব ও লিগ রেকর্ড ভাঙার পর এবার মৌসুমের শুরুতে টানা জয়ের নতুন ইউরোপিয়ান রেকড গড়ল ফরাসি চ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে ঘরের মাঠে দলের বড় দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের গোলেই রচিত হল নতুন ইতিহাস।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিলকে ২-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে লিগে ১২ ম্যাচে টানা ১২তম জয় পেয়েছে পিএসজি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে মৌসুমের শুরুতে লিগে টানা ১২ ম্যাচ জেতা প্রথম দল পিএসজি। আগের রেকর্ডটি ছিল টটেনহ্যামের। ১৯৬০-৬১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে টানা ১১ ম্যাচ জিতেছিল স্পাররা।

সেই রেকর্ড ভাঙার পথে গত পরশু রাতে পিএসজির ফরাসি সেনসেশন এমবাপ্পে নিজেও গড়েনে দারুণ এক কীর্তি। মাত্র ১৯ বছর ১০ মাস ১৩ দিন বয়সেই ফরাসি লিগে ৪০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। গত ৪৫ বছরে ফরাসি লিগে ৪০ গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। এ মৌসুমে লিগে আট ম্যাচেই ১১ গোল হয়ে গেছে আগুনে ফর্মে থাকা এমবাপ্পের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে যা সর্বোচ্চ। বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই নেইমার। লিগে ব্রাজিলীয় তারকার গোলসংখ্য এবার নয়। এমবাপ্পে ও নেইমারের কাঁধে ভর করেই উড়ছে টমাস টুখেলের দল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। বিরতির আগে সেরা সুযোগটি ২২ মিনিটে পায় পিএসজি। নেইমারের পাস ধরে গোলকিপারকে একা পেয়ে যান ডি মারিয়া। কিন্তু আর্জেন্টাইন মিডফিল্ডারের শট দারুণ নৈপুণ্যে রুখে দেন ফরাসি গোলকিপার মাইক মিয়াঁ। গোলের অপেক্ষা শেষ হয় ৭০ মিনিটে। প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো শটে লিলের জাল কাঁপান এমবাপ্পে।

এ নিয়ে লিগে টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন এমবাপ্পে। এ সময়ে তিনি গোল করেছেন সাতটি। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপ্পের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে ডি-বক্সে ঢুকেই ব্রাজিলীয় ফরোয়ার্ডের নেয়া শাট একজনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। ইনজুরি টাইমে সফল স্পটকিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগিয়েছিলেন লিলের ফরাসি ফরোয়ার্ড নিকোলাস পেপে।

তবে শেষ পর্যন্ত টানা দ্বাদশ জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ১২ ম্যাচের সবক’টিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিল। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের অগ্নিগর্ভ ম্যাচে নাপোলির মুখোমুখি হবে পিএসজি। মহারণের আগে শুক্রবার সেরি-এ লিগে নাপোলি পেয়েছে আরও দাপুটে জয়। বেলজিয়ান তারকা ড্রিস মার্টেন্সের দুরন্ত হ্যাটট্রিকে এম্পোলিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাপোলি।