শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কাশ্মীরে সংঘর্ষে চার জঙ্গি নিহত, গ্রেপ্তার ইয়াসিন মালিক

কাশ্মীরে সংঘর্ষে চার জঙ্গি নিহত, গ্রেপ্তার ইয়াসিন মালিক

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
জম্মু-কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে আত্মঘাতী হামলার ছক কষে জঙ্গিরা। সেই মতো তারা কাজও শুরু করে। কিন্তু, সোমবার ভোরে প্রায় আড়াই ঘন্টার অপারেশনে ওই জঙ্গিদের নিকেশ করতে পেরেছে সেনা।

অন্যদিকে, হুরিয়ত নেতা ইয়াসিন মালিককে আজ সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবন্দী করে রাখা হয়েছে আর এক নেতা মিরওয়াইজ ওমর ফারুককে। এদিকে সেনা সূত্রে জানানো হয়েছে, সোমবার ভোর সওয়া চারটে নাগাদ জম্মু-কাশ্মীরের বন্দিপোরা জেলার সুম্বল-এ সিআরপিএফ–এর ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে ঢোকার চেষ্টা করে চার জঙ্গি। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। সজাগ ছিল ভারতীয় সেনাও। পাল্টা জবাব দিতে দেরি করেনি তারা। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জম্মু-কাশ্মীর পুলিশ। সকাল প্রায় সাড়ে ছ’টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শেষে ওই জঙ্গিরা মারা যায়। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি একে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেডসহ প্রচুর বিস্ফোরক। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষপাল বেদ টুইটারে জানিয়েছেন, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে এসেছিল।

কিন্তু, বাহিনীর চেষ্টায় তাদের খতম করা গিয়েছে। সেনা সূত্রে খবর, বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে সেনা ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের। কিন্তু, সেনা পাল্টা আক্রমণ চালিয়ে তাদের ক্যাম্পের মূল প্রবেশপথের বাইরে আটকে রাখে। তাদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করা হতে থাকে। শেষে সাফল্য আসে।

গত শনিবারই শ্রীনগরমুখী সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় মারা দু’জন জওয়ান মারা গিয়েছিলেন। গুরুতর জখম হন ৪ জন।