শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কাশ্মীরে কংগ্রেসের দুই নেতা আটক নিয়ে রাহুল গান্ধীর টুইট

কাশ্মীরে কংগ্রেসের দুই নেতা আটক নিয়ে রাহুল গান্ধীর টুইট

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
জম্মু ও কাশ্মীরের দুই কংগ্রেস নেতাকে আটক করায় সরকারের তীব্র নিন্দা করেছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার সরকারকে উদ্দেশ্য করে এক টুইটবার্তায় তিনি লেখেন, এই উন্মাদনা কখন শেষ হবে?

জাতীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিয়ে সরকার ভারতের গণতন্ত্রকে বিপর্যস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।

পাশপাশি এ দুই নেতার অবিলম্বে মুক্তি দাবি করেন রাহুল গান্ধী।

রাহুলের এ টুইটের পর কংগ্রেসের প্রবীণ নেতা গোলাম নবী আজাদও বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন।

সাবেক সভাপতির সঙ্গে সুর মিলিয়ে গোলাম নবী আজাদ অভিযোগ করেন, সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমাদের দুই নেতাকে গ্রেফতার করে সরকার তার দ্বৈত চরিত্র প্রকাশ করেছে।

এতো কিছুর পরেও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে জনগণকে কী বোঝাতে চাইছে সরকার তা জানতে চান তিনি।

আটক কংগ্রেসের দুই নেতাসহ সম্প্রতি কাশ্মীরের যেসব প্রবীণ নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার মুক্তি চান তিনি।

বিশেষ করে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতীসহ সকল মূলধারার নেতাদের মুক্তির দাবি জানান গোলাম নবী আজাদ।

প্রসঙ্গত, শুক্রবার জম্মুতে অবস্থিত দলে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় জম্মু ও কাশ্মীর কংগ্রেস কমিটির সভাপতি গুলাম মীর এবং মুখপাত্র রবীন্দ্র শর্মাকে গ্রেফতার করে পুলিশ।

রাজ্য সভাপতি গোলাম আহমেদ মীরকে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় আটক করা হয় বলে দাবি পুলিশের।

তবে পুলিশ বলছে, আটক নয় তাদের প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হয়েছে।