বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কাশ্মিরে আবারও সংঘর্ষ : ৬ জঙ্গি নিহত

কাশ্মিরে আবারও সংঘর্ষ : ৬ জঙ্গি নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

কাশ্মিরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে ৬ জঙ্গি নিহত হয়েছে। সেনা বাহিনী জানিয়েছে, সোমবার গভীর রাতে পুলওয়ামার সাম্বুরা এলাকায় জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।

দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার ভোরে লড়াই শেষ হয়। সেনাদের দাবি, সংঘর্ষে পাকিস্তানি লস্করের এক জঙ্গি নিহত হয়েছে। সে অমরনাথ যাত্রীদের উপর হামলা চালানো আবু ইসমাইল গোষ্ঠীর সদস্য। তবে বেশ কয়েকজন জঙ্গি পালিয়ে যেতে পেরেছে বলে মনে করছেন সেনারা।
মঙ্গলবার ভোরে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার চেষ্টা করে জঙ্গিদের একটি দল। সেনারা তাদের প্রতিহত করার চেষ্টা করলে লড়াই শুরু হয়। এতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।

তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে সেনারা। ওই এলাকার ভূপ্রকৃতি দুর্গম বলে তল্লাশি অভিযানে সময় লাগছে বলে দাবি করেছে সেনা বাহিনী।

জঙ্গি হামলায় আট যাত্রীর মৃত্যুর পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। মঙ্গলবারই শেষ হচ্ছে অমরনাথ যাত্রা।