শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > কাশিমপুর কারাগার এলাকায় কড়া নিরাপত্তা

কাশিমপুর কারাগার এলাকায় কড়া নিরাপত্তা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে তাদের রাখা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ আজ সকালে কাশিমপুর কারাগার ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, এই জঙ্গির ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুর কারা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা।

এদিকে ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন আবাসিক হোটেল সমূহে অভিযান চালানো হচ্ছে।