শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাল শুরু এইচএসসি পরীক্ষা

কাল শুরু এইচএসসি পরীক্ষা

শেয়ার করুন

বাংলার্ভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : চলমান অবরোধ, রাজনৈতিক অস্থিরতা ও সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যেই শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি ও সমমানের) পরীক্ষা। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠারও যেন শেষ নেই। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
সূত্র জানায়, এবার মোট ২ হাজার ৪১৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে পরীক্ষা। দেশের বাইরে নতুন দুটিসহ মোট ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন।
এইচএসসি পরীক্ষা সামনে রেখে সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেয়া হবে। তিনি হরতালের দিকে ইঙ্গিত করে বলেন, সব বাধাবিপত্তি উপেক্ষা করে পরীক্ষা নেয়া হবে। যদি কেউ ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে তার দায়দায়িত্ব যারা বোমা মারবে, মানুষ খুন করবে- তাদেরই নিতে হবে।
দেশবাসীর সহযোগিতা কামনা করে মন্ত্রী আরও বলেন, সবাই সহযোগিতা করবেন, যাতে নিরাপদে পরীক্ষা নিতে পারি। আশা করি যারা হরতাল ডেকেছেন তারা তাদের তিন মাসের অভিজ্ঞতা, ব্যর্থতা ও মানুষের মনোভাব দেখে তা থেকে শিক্ষা নেবেন। অন্ততপক্ষে পরীক্ষার সময়সূচি দেখে হরতাল দেবেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমরা অত্যন্ত কঠোর। প্রশ্ন প্রণয়নসহ ছাপা, পরিবহন ও অন্যান্য কাজে জড়িতরা গোয়েন্দা নজরদারিতে আছে। কোচিং সেন্টারগুলো নজরদারির মধ্যে রয়েছে। আর পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে ফটোকপির দোকান বন্ধ থাকবে। ফেসবুকও নজরদারিতে রয়েছে। এই কাজে আমাদের সবগুলো এজেন্সি তৎপর থাকবে, ধরতে পারলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
নিয়ন্ত্রণ কক্ষ : পরীক্ষা উপলক্ষে বিভিন্ন বোর্ডে একটি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা তদারকি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭২২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৫৪৯৩৯৬। মোবাইল নম্বর-০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।