শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কালোটাকা নিয়ে গবেষণা করবে সরকার

কালোটাকা নিয়ে গবেষণা করবে সরকার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী বাজেটের আগেও দেশে বিদ্যমান কালোটাকা নিয়ে সমীক্ষা করা হবে। আর এ সরকারের দ্বিতীয় বছরে এ নিয়ে একটি গবেষণা শুরু করা হবে যার ফল পেতে এক বছর সময় লাগতে পারে।

রাষ্ট্রীয় অতিথি ভবণ পদ্মায় অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রী বলেন, ‘দেশে কালো টাকা আছে বহু আগে। আমরা একটি সমীক্ষা করেছিলাম এবারও দেশে কী পরিমাণ কালো টাকা আছে সেটা আবার দেখা হবে। এ সরকারের দ্বিতীয় বছরে একটা গবেষণা শুরু করবো এর ফল পেতে তৃতীয় বছর চলে যাবে।’

তিনি আরো বলেন, ‘পুঁজি পাচার হয় এটা সকলেই জানে। এর শ্রেষ্ঠ প্রমাণ- বিনিয়োগের তুলনায় সঞ্চয় বেশি। বিনিয়োগ হচ্ছে ২৬ শতাংশ আর আমাদের সঞ্চয় ২৯ শতাংশ। তাই দেশে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় সেটা নিয়ে ভাবছে সরকার।’

পদ্মাসেতুতে অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার যে সমস্ত বন্ড ছাড়ে তার সুদ অনেক বেশি। তাই রেমিট্যান্সের সঠিক ব্যবহার করে তাদের কাছ থেকে কোনো টাকা নেয়া যায় কি না সেটা ভাবা হচ্ছে।’

সম্প্রতি বেসিক ব্যাংকের বিভিন্ন অর্থ জালিয়াতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার।’ তবে ব্যাংকের বোর্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কি না এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। বাংলামেইল২৪ডটকম