শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > কালীগঞ্জ পৌরসভাধীন আন্তঃওয়ার্ড ফুটবল ফাইনাল খেলায় তুমলিয়া চ্যাম্পিয়ন

কালীগঞ্জ পৌরসভাধীন আন্তঃওয়ার্ড ফুটবল ফাইনাল খেলায় তুমলিয়া চ্যাম্পিয়ন

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভাধীন আন্তঃওয়ার্ড খেলায় দুই নম্বর ওয়ার্ড তুমলিয়া একাদশ ৩-২ গোলে ৯ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে পৌরসভার ওয়ার্ড পর্যায়ের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃওয়ার্ড ফাইনাল খেলায় কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নের ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) পঙ্কজ দত্ত, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, কাউন্সিলর মো. ইব্রাহীম মোল্লা ও কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও মো. শরিফুল ইসলাম তোরণ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ ও মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, অবক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক এইচএম লিকন প্রমুখ।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।