আজগর হোসেন পাঠান
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গাজীপুর: আজ রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জ উপজেলার সর্বপ্রথম কোভিড ১৯ টিকা নিলেন।
এ সময় মেহের আফরোজ চুমকি বলেন, একটি শ্রেণি আছে যারা সবসময় অপপ্রচার দেওয়ার জন্য তৎপর থাকেন। তারা যেন অপপ্রচার দিতে না পারেন এজন্য আমি সর্বপ্রথম টিকা নিলাম, কালীগঞ্জের সকল জনগণ এই টিকা নিতে পারবেন এবং আমরা সকলেই এই মহামারী করোনা থেকে মুক্তি পাব, আমি নিয়েছি, আপনারাও নিবেন।
এসময় টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শিবলী সাদিক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াাজ্জেম হোসেন পলাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম। বক্তারপুর ইউপি চেয়াম্যান আতিকুর রহমান ফারুক প্রমুখ।