শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে ৫৫০ টাকায় পল্লী বিদ্যুতের মিটার সংযোগ পাচ্ছেন গ্রাহকরা

কালীগঞ্জে ৫৫০ টাকায় পল্লী বিদ্যুতের মিটার সংযোগ পাচ্ছেন গ্রাহকরা

শেয়ার করুন

রফিকুল ইসলাম রফিক
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে শতভাগ বিদ্যুৎ সুবিধা গ্রাহকদের কাছ পৌছে দিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস গত তিনদিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলায় কালীগঞ্জে ৩৩২টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে।
মেলার স্টলে গ্রাহক সেবার জন্য স্পট মিটার সংযোগ সার্ভিস চালু করেছে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস। প্রথম দিন ১১২ টি, দ্বিতীয় দিনে ১৪২টি ও তৃতীয় দিনে ৭৮টি নতুন গ্রাহকদের স্পট মিটারের সংযোগ দেওয়া হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়। উক্ত মেলায় পল্লী বিদ্যুৎ সমিতির স্টলে আগত মিটার গ্রাহকের কাছ থেকে আবেদন ফি ১শত, সদস্য ফি ৫০ টাকা ও মিটার নিরাপত্তা জামানত ৪শত মোট ৫শত ৫০ টাকার আবেদনে ১ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে যান গ্রাহকরা।
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. বাদল মিয়া জানান, উন্নয়ন মেলার স্টলে এসে গ্রাহকরা ৫শত ৫০টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। এই ধারা অব্যাহত থাকবে। প্রতিটি ইউনিয়নে বিদ্যুৎ স্পট মিটার সংযোগ সার্ভিস চালু করা হবে। কালীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হচ্ছে।