কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জ উপজেলার ৩৫ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯ শত ৭৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৩৪ জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে এই বার্তা সকলের কাছে প্রচার করতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর উদ্যোগে বুধবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, কালীগঞ্জ পৌর কাউন্সিলর আশরাফুল আলম রিপন, পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কালীগঞ্জ পৌর সচিব মো. মিলন মিয়া প্রমুখ।