বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে ১৫ বছর পর পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কালীগঞ্জে ১৫ বছর পর পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন

মো. আরিফ হোসেন, কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর :
গাজীপুরের কালীগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ১৫ বছর পলাতকের পর গ্রেফতার করেছে উলুখোলা ফাঁড়ি পুলিশ বলে সংবাদ পাওয়া গেছে। আটকৃত আসামী নবদ্বীপ সরকার উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের মধ্যপাড়া এলাকার হরিবরাম সরকারের ছেলে।
গতকাল রবিবার সকালে আটককৃত আসামীকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোল ফাড়ির ইনচার্জ গোলাম মাওলার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে নবদ্বীপ সরকারকে আটক করে। উল্লেখ্য, নবদ্বীপ সরকারকে চাঁনপুর থানা পুলিশ মাদকসহ আটক করলে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ১১(১২)০৩ নং মামলা দায়ের কর্ াহয়। পরে আটককৃত আসামীকে বিজ্ঞ-আদালত ৪ বছরের সশ্রম কারাদন্ড রায় প্রদান করেন। তারপর থেকে নবদ্বীপ সরকার প্রায় ১৫ বছর যাবৎ আত্বগোপন করে আসছিল। অবশেষে গতকাল শনিবার গভীর রাতে নবদ্বীপকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনায় সারা দেশের পাশাপাশি কালীগঞ্জে ও অভিযানঅব্যহত থাকবে।