সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে সেনেটারী দোকানে চুরির ঘটনায় চারজন আটক

কালীগঞ্জে সেনেটারী দোকানে চুরির ঘটনায় চারজন আটক

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে মেসার্স ভূইয়া ট্রেডার্সের সেনেটারী দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় সন্দেহজনক পুলিশ ৪ জনকে আটক করেছে। আজ বুধবার কালীগঞ্জ থানার পিএসআই মো. হাবিবুর রহমান মোক্তারপুরের বিভিন্ন স্থান থেকে ওই ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে নৈশ প্রহরী মো. ফালু মিয়া (৬৫) ও একই গ্রামের মো. নাজিমউদ্দিন শেখের ছেলে মো. নাইম শেখ(২৪), বরাইদ গ্রামের আব্দুল বাতেনের ছেলে মো. রফিক(৩০), একই ইউনিয়নের দিঘুয়া গ্রামের মুকুল খন্দকারের ছেলে মো. মহসিন খন্দকার (৩২)।
মেসার্স ভূইয়া ট্রেডার্সের মালিক জামান ভূইয়া জানান, ১৭ জুলাই রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকাল সাড়ে ৭টায় দোকানে এসে সার্টারের তালা ভাঙ্গা দেখে দোকানের ভেতরে ঢোকেন। দোকান থেকে চুরেরা ৫০টি সামাসিবল পাম্প, অন্যান্য মূল্যবান ফিটিংসের মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে মালিক দাবি করেন।
পুলিশ বলছে, যাদের আটক করেছে তারা চুরির ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে।
দোকানে চুরির ঘটনায় ৪ জনকে আটক করার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।