শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, গণমাধ্যমকর্মী, কালীগঞ্জ শ্রমিক কলেজসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
প্রথমে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির পক্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের তোড়া দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক এর নেতৃত্বে উপজেলার কর্মকর্তারা শহীদ মিনারে ফুলের তোড়া দেয়। পরে এক এক করে কালীগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, গণমাধ্যমকর্মী, কালীগঞ্জ শ্রমিক কলেজসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুল দিয়ে দিবসটি পালন করেন।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা :
কালীগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের স্মৃতি বিজরিত নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে শিশুমেলা আইডিয়াল স্কুলে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে সেরা চিত্রাঙ্কনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।


এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদির সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহিন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন আক্তার প্রমুখ।