কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ থানা পুলিশ রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃত চার আসামিকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) আব্দুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি গ্রাম থেকে ৪১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মঞ্জু ভূইয়া (২৮)কে আটক করেন । আটককৃত মঞ্জু বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মো. হাফিজউদ্দিন ভূইয়ার ছেলে। এদিকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ সোমবার রাতে কালীগঞ্জ পৌরসভার বড়নগর রোড এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ পিচ ইয়াবাসহ আটক করেন। সে বালীগাঁও গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
কালীগঞ্জ পৌরসভার দক্ষিণ ভাদার্ত্তী গ্রাম থেকে রাতে ওয়ারেন্টভ্ক্তু আসামি নুর আলম সরকারকে আটক করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান। সে দক্ষিণ ভাদার্ত্তীর পুরাতন সাব রেজিষ্ট্রার অফিস এলাকার ওয়াজউদ্দিন সরকারের ছেলে। জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হক(৩০)কে এএসআই রফিকুল ইসলাম আটক করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।