শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার করুন

আজগর পাঠান
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত বারোটা ১ মিনিটে উপজেলা ভূমি অফিস সংলগ্ন উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে দলীয় নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, কালীগঞ্জ পুলিশ প্রশাসন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, উপজেলা লেডিস ক্লাব, কালীগঞ্জ শ্রমিক লীগ, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, কালীগঞ্জ পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রলীগ, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

সকাল আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরী এক শোক র‌্যালি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।