শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে ঔষধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে ঔষধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে শরীফ ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আব্দুর রহিম (৩৫) বিদ্যুৎস্পর্শে মারা গেছেন বলে সংবাদ পাওয়া গেছে। সোমবার সকালে কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কালীগঞ্জ মার্কেটের তিনতলায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুর রহিম ঝালকাঠি জেলার সদর থানার গোবিন্দ ধবল গ্রামের মো. শুক্কুর মিয়ার পুত্র। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় পাশের টিনসেট দোকানে বিদ্যুতের তারের উপরে বাতাসে ছেলের কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দিয়ে রহিম কাপড় তুলতে গেলে সে বিদ্যুৎস্পর্শে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী বাঁচাতে গেলে তাকে ছিটকে ফেলে। এ সময় তিনি আহত হন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন বলেন, শরীফ ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানীর কালীগঞ্জ প্রতিনিধি আব্দুর রহিম বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।