কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদে মো. দুলাল মিয়া (বৈদ্যুতিক পাখা) ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুজিবুর রহমান (মোরগ) মার্কা পেয়েছেন ৫১৫ ভোট। ১৯০ ভোট বেশি পেয়ে দুলাল মিয়া মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের জন্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশ ভোটাররা তাদের প্রছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এ ওয়ার্ডে মোট ভোটার ২২৩১ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১০৭৮ জন, পুরুষ ভোটার ১১৫৩ জন। এর মধ্যে ১৬৫১জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। যা শতকরা মোট ভোটের ৭৪%।
প্রিজাইডিং অফিসার মো. শাহাদৎ হোসেন বলেন, সকাল থেকে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারিজা নুর বলেন, বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। স্বতঃস্ফুর্তভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছে। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।