কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তন্ময় সরকার (১৭) নামে এক যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে অজিত মাষ্টারের পরিত্যক্ত বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারের ওই ভিক্টিমের বাবা সঞ্জয় দে বাদী হয়ে শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৬। পরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে বড়গাঁও এলাকা থেকে অভিযুক্ত তন্ময় সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে অভিয্ক্তু তন্ময় সরকারকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে তাকে জেলহাজতে প্রেরণ করেন। ভিক্টিম বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে ভিক্টিমের ২২ ধারা জবানবন্ধির জন্য তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশি সত্যরঞ্জন সরকারের ছেলে তন্ময় সরকার ওই শিশু শিক্ষার্থীকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় সময়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো। কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখাতো। গত ২৯ জুন বিকেল তিনটার দিকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী অজিত মাষ্টারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পাশবিক কাজে লিপ্ত হয়। পরে ওই শিশু শিক্ষার্থী বিষয়টি তার মা স্মৃতি রানী ভৌমিক ও নানী মায়া রানী ভৌমিককে জানায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালায়। পরে ওই শিক্ষার্থীর বাবা সঞ্জয় দে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী /২০০৩) এর ৯(৪)(খ) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করেন।