কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় কালীগঞ্জ উপজেলার শিক্ষকপ্রতিনিধি, জনপ্রতিনিধি, ইমাম, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে গাজীপুর জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় ব্যাপক আলোচনা করা হয়।
একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ গড়া, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিকসহ সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে বিশদ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. জালালউদ্দিন।
ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।
প্রধান অতিথি ইউএনও মো. শিবলী সাদিক বলেন, প্রতিটি দপ্তর দক্ষতার সাথে তাদের প্রকল্প বাস্তবায়ন করলে আশা করা যায় দিনকে দিন উপকারভোগীর সংখ্যা কমে যাবে। সবায় আর্থিকভাবে স্বচ্ছল হয়ে সক্ষমতায় ফিরে যাবে। এতে দেশের দারিদ্রতা কমে যাবে। সামাজিক আন্দোলনের কারনে বাল্যবিয়ে অনেকাংশে কমে গেছে।