শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কালীগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে ১২ টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন

কালীগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে ১২ টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে কালীগঞ্জ উপজেলায় দুই কোটি তেত্রিশ লাখ বায়ান্ন হাজার দুইশত ছয় টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঠিকাদারদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ১২টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার পৌরসভা ছাড়া সাতটি ইউনিয়নের মধ্যে জামালপুর ইউনিয়নে ৩টি, তুমলিয়া, নাগরী ও বাহাদুরসাদী ইউনিয়নে ২টি করে আর জাঙ্গালিয়া ও মোক্তারপুর ইউনিয়নের ১টি করে মোট ১২টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বক্তারপুর ইউনিয়নের ভাটিয়া-চান্দাইয়া দৃষ্টিনন্দন রাস্তায় দলি বিলের উপর ব্রিজ নির্মাণ করা হবে। দক্ষিণ নারগানার বিলের উপর সেতু নির্মাণ, পিপ্রাশৈর চড়াখোলা তবল খালের উপর সেতু নির্মাণ, শিংলাব চরপাড়া জামে মসজিদ সংলগ্ন শিয়ালী খালের উপর ব্রিজ নির্মাণ, নরুন বুন্দা বাড়ির পূর্বপার্শ্বে সাদীরের জমির নিকট সেতু নির্মাণ, ছৈলাদী দক্ষিণ পাড়া মাইজ বন্দের বিলের উপর সেতু নির্মাণ, ছৈলাদী-বাঁশবাড়িয়া রাস্তায় কাজির টেক খালের উপর সেতু নির্মাণ, উত্তর সোম-মোড়ল বাড়ী ফারুক মাষ্টারের বাড়ির পূর্ব পাশে খালের উপর সেতু নির্মাণ, বাহাদুরসাদী –মাহির বাড়ির রাস্তায় দক্ষিণবাগ মাদ্রাসার উত্তর পাশে বিলের উপর সেতু নির্মাণ, বাতানআটি-ভুরুলিয়া রাস্তায় রহমানের বাড়ির উত্তর পাশে সেতু নির্মাণ ও দক্ষিণবাগ-ভাটিয়া রাস্তায় দক্ষিণবাগ আজিজুলের বাড়ির পশ্চিম পাশে সেতু নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির, আমার বাড়ী আমার খামার প্রকল্প কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।