শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

শেয়ার করুন

মো. ইব্রাহীম খন্দকার ॥
গাজীপুরঃ ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও নেতৃত্ব নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা প্রকৌশলী মো. শাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, কৃষি কর্মকর্তা আবু নাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার উপজেলার চেয়ারম্যান আমেনা আক্তার, কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি আমিরুননেছা, সাংবাদিক মো. ইব্রাহীম খন্দকার প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।