কালীগঞ্জ ব্যুরো ॥
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির নেতৃত্বে উপজেলার চত্বর হতে এক শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও রাজনীতি নেতৃবৃন্দদের সমন্বয়ে এ শোক র্যালি বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জাতীয় মহিলা সংস্থার উপজেলার চেয়ারম্যান আমেনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম রবিন হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।