বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে মো. শাহিন (২০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

বুধবার সকালে পায়ে গামছা দিয়ে বাঁধা, চোখে ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই অটোরিকশা চালককের লাশ কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। কালীগঞ্জ উপজেলার প্রাচীর ঘেঁষা উপজেলা-মোড়লবাড়ি বাইপাস সড়কের আগে জনৈক সাহেদের বাড়ির পাশে ঝোপ থেকে নাকে-মুখে রক্তাক্ত জখম অবস্থায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান চালকের মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মো. শাহিন কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মধ্য বালীগাঁও এলাকার আমব্বর আলীর পুত্র।

নিহতের চাচা এস আলম বলেন, আমার ভাতিজার কোনো শক্র ছিল না। তাকে মেরে তার ভাড়াকৃত অটোরিকশা, স্মার্টফোন ও কিছু টাকা-পয়সা নিয়ে গেছে হত্যাকারীরা। লোক মারফত জেনে ঘটনাস্থলে গিয়ে দেখি, উপুড় হয়ে পড়ে আছে সে। তিনটি গামছা দিয়ে পায়ে-গলায় ও চোখে বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান বলেন, নিহত অটোচালক শাহিনের নাকে ও মুখে রক্তাক্ত জখম ছিল। নাকে-মুখে কিল-ঘুষি মেরে তাকে রক্তাক্ত জখম করা হয়। গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।

নিহতের বাবা আমব্বর আলী বলেন, অটোরিকশা নিয়ে বের হয়ে মঙ্গলবার রাতে সে বাড়িতে ফিরে আসেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, নিহতের বাবা আমব্বর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নামে থানায় মামলা দায়ে করেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।