শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কালীগঞ্জে গুজব প্রতিহতে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত

কালীগঞ্জে গুজব প্রতিহতে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ ছেলেধরা গুজবে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পুলিশের কর্মসূচি অব্যাহত রয়েছে। এ যাবত কালীগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন থানা পুলিশ।

সোমবার সকালে কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জামালপুর ডিগ্রী কলেজ, শহীদ ফকির সামসুদ্দীন শ্রমিক উচ্চ বিদ্যালয় ও শহীদ ফকির সামসুদ্দীন শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ছেলেধরা ও পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বিষয়ক গুজবে ভীত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

ওসি মো. আবু বকর মিয়া বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশের স্বার্থান্বেষী একটি মহল ছেলেধরা গুজব ছড়িয়ে দিচ্ছে। পদ্মা সেতুর জন্য শিশুদের মাথা লাগবে বলে মিথ্যা গুজব ছড়িয়ে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। আপনারা কেউ এ গুজবে কান দিবেন না। কারণ পদ্মা সেতুর জন্য কোনো মাথা লাগবে না। আপনারা সাহস নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করবেন। কোথাও কোনো ধরনের সমস্যা হলে আপনারা থানা পুলিশকে অবহিত করবেন।