কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ থানা মুনশুরপুর এলাকার শফিকুল ইসলাম ইকবাল (৪২) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বালীগাঁও এলাকার শাহাদাত হোসেন শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ব্যাপারে শফিকুল ইসলাম ইকবাল কালীগঞ্জ থানা বরাবর একটি অভিযোগ পত্র দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শফিকুল ইসলাম ইকবাল (৪২) গাজীপুরের কালীগঞ্জ থানা মুনশুরপুর এলাকার আব্দুল কাদেরের পুত্র এবং পেশায় একজন বালু ব্যবসায়ী। অভিযুক্ত বালীগাঁও এলাকার কফিল উদ্দিনের পুত্র শাহাদাত হোসেন শাকিল ও তার সহযোগী আরিফ হোসেন, জীবন হোসেন গং এলাকার মাদক ব্যবসায়ী চক্র। তারা ইকবালের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় আজ বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম ইকবালকে দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে শাহাদাত হোসেন শাকিল গংরা। এ সময় শফিকুল ইসলাম ইকবালের ১৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৭০ হাজার টাকা, তার স্ত্রী রীনা বেগমের গলা থেকে ১.৫ ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৬৫হাজার টাকা ছিনিয়ে নিয়া যায় শাহাদাত হোসেন শাকিল গংরা।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করেন কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানা এএসআই মফিজ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক ভাবে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদে বাদী শফিকুল ইসলাম ইকবালের সাথে বিবাদী শাহাদাত হোসেন শাকিল গংদের মারামারির সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বাদী শফিকুল ইসলাম ইকবাল বলেন, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, বর্তমানে আমি আতঙ্কিত আছি। বিবাদীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।