সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে আদম ব্যবসায়ীকে মারধর করে পৌঁনে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

কালীগঞ্জে আদম ব্যবসায়ীকে মারধর করে পৌঁনে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

শেয়ার করুন

মো. আরিফ হোসেন, কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: কালীগঞ্জে এক আদম ব্যবসায়ীকে মারধর করে প্রতিপক্ষের লোকজন ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই আদম ব্যবসায়ীকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর মাষ্টার বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের মৃত নাসিরউদ্দিনের ছেলে হাবিবুর রহমান সরকার (৩২) ঢাকার ফুলবাড়িয়া ইকোনোমিকস ট্রেনিং সেন্টারের মাধ্যমে সিঙ্গাপুর লোক পাঠিয়ে থাকেন। গতকাল সোমবার সকালে আতাউর রহমান ও খাইরুল খানের ভিসা প্রসেসিংয়ের জন্য ২লাখ ৭৫ হাজার টাকা নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পৈলানপুর নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিক্সাযোগে যাওয়ার সময় মাষ্টার বাড়ি নামক স্থানে পৌছলে পূর্ব শক্রতার জেরে স্থানীয় হারুন দেওয়ান তার রিক্সার গতিরোধ করে। এ সময় হারুনের ছোট ভাই জাকারিয়া দেওয়ান, আওলাদ, সফিকুল, কাইয়ুম মিলে আদম ব্যবসায়ী হাবিবুর সরকারের উপর অতর্কিত হামলা চালিয়ে তার নিকট থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।