স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গতকাল বুধবার কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করে ও ভিকটিম মোসা: রওশন আরা বেগমকে উদ্ধার করেছে র্যাব-১।
জানা যায়, রাজশাহী জেলার দূর্গাপূর নিজ গ্রাম থেকে মোঃ সোহরাব আলীর স্ত্রী মোসাঃ রওশন আরা বেগম(৩৭) অপহৃত হয়। আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাজশাহী জেলায় দূর্গাপুর থানায় গত ২৮ নভেম্বর একটি সাধারণ ডায়েরী করে (যার নম্বর-৯৮৬) ।
ভিকটিমকে অপহরণ করে গাজীপুর কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ভিতি প্রদর্শণ করে। অপহরণের পর গত ২৮ নভেম্বর আসামী রুবেল মোবাইল ফোনে ভিকটিমের ছোট ভাই মোঃ মুরাদ হোসেন(২৫) এর কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় তার বোনকে হত্যা করার হুমকি দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান দলটি কালিয়াকৈরের একটি বিকাশ এজেন্ট দোকানে অবস্থান নিয়ে আসামী রুবেল হোসেন(৩০) কে গ্রেফতার করে। আসামীর দেওয়া তথ্যমতে মৌচাক উকিল টাওয়ারের ৫ম তলার একটি রুম থেকে ভিকটিম রওশন আরাকে উদ্ধার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুর মহানগর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার মো: জালাল উদ্দিনের পুত্র রুবেল। সে পেশায় একজন গার্মেন্টস কর্মী। অপহৃত ভিকটিম ও ধৃত আসামী বোনের বাড়ি একই গ্রামে হওয়ায় মাঝে মাঝে সেখানে যাতায়ত করত। সেই সুবাদে ২৭ নভেম্বর মোসাঃ রওশন আরা বেগমকে মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে।