শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে ৫১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

কালিয়াকৈরে ৫১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর থানা চন্দ্রা মোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ আজাদ ও সালাহ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর সদস্যরা।

আজ শুক্রবার কালিয়াকৈর চন্দ্রা মোড় এলাকার ফ্লাইওভারের উত্তর পাশের রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃত মো: আজাদ (৬০) রাজশাহী জেলা রাজপাড়া থানা হোলেনাবাদ এলাকার মৃত গোলজারের পুত্র ও মো: সালাহ উদ্দিন বোয়ালিয়া থানা বড় কুটিপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। আটকের সময় তাদের দখল হতে ৫১০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১৮০টাকা উদ্ধার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদের আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ফেন্সিডিল ব্যবসায়ের সাথে জড়িত। তারা অভিনব কায়দায় মাদক পরিবহন করে তা মাদক ব্যবসায়ীদের কাছে প্রেরণ করে। আটককৃত আজাদ কোন কাজ না করলেও সালাহ উদ্দিন পেশায় একজন রং মিস্ত্রি। সে রং মিস্ত্রির পাশাপাশি মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলেও জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।