সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা; ২ যুবকের কারাদন্ড

কালিয়াকৈরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা; ২ যুবকের কারাদন্ড

শেয়ার করুন

কালিয়কৈর (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলা সদরস্থ কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টাকালে স্থানীয় জনতা ২ যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে ।
এ ঘটনায় সোমবার (১৪ মে) রাতে ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করলে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আটককৃত রনি মিয়া (২১) কে দেড় বছরের বিনাশ্রম ও তার সহযোগী হরিপদ পালের ছেলে পলাশ পাল (২০)কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকেই বিদ্যালয় চলাকালীন সময়ে আশে পাশে ঘোরাফেরা করত। আর স্কুল ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্তত্য করত। প্রতিদিনের মত স্কুল মধ্যাহ্ন বিরতি দিলে ঐ ছাত্রী বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। টিফিন শেষে বাড়ী থেকে স্কুলে ফেরার পথে মেয়েটিকে হাত ধরে টানাটানি করে একটি গলির ভিতরে নিয়ে যায়। এসময় সাথে থাকা এক সহপাঠি দৌঁড়ে বিদ্যালয়ে গিয়ে খবর দেয়। পরে সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ঘরের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং কালিয়াকৈর থানা পুলিশকে খবর দিয়ে উত্যক্তকারীদের পুলিশে সোর্পদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ধারা মোতাবেক নারীর শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় দুজনকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।