শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে শ্বাসরুদ্ধ করে গামেন্টকর্মী হত্যা

কালিয়াকৈরে শ্বাসরুদ্ধ করে গামেন্টকর্মী হত্যা

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে শামীমা আক্তার সাথী (২৫) নামে একজন গার্মেন্টকর্মীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হিজলহাটি গ্রামে গত শুক্রবার রাতে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৩ বছর আগে রাজবাড়ী জেলার পাংশা থানার খামারডাংগা গ্রামের সাত্তার বিশ্বাসের পুত্র সালমানের সাথে যশোর জেলার উভয়নগর থানার, মল্লমতলা গ্রামের নুর হোসেনের কন্যা শামীমা আক্তার সাথীর বিবাহ হয়। বিয়ের পর থেকেই তারা কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের শওকত হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টসে চাকুরী করে আসছে। তাদের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো বলে বাসার মালিক শওকত জানান। ঘটনার দিন রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী সালমান তার স্ত্রী শামীমা আক্তার সাথীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় বলে নিহতের বাবা নুর ইসলাম অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক স্বামীর কোন সন্ধান পাওয়া যায় নাই।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।