বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে শিক্ষার মানউন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

কালিয়াকৈরে শিক্ষার মানউন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ি এ, কে, ইউ ইনিষ্টিটিউশন ও কলেজের শিক্ষার মানউন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা গতকাল সোমবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান সিকদার ১০জুন কলেজে যোগদানের পর হতেই শিক্ষার মান উন্নয়নের জন্য এলাকার শিক্ষানুরাগী,এলাকাবাসী ও সুশিল সমাজের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় যাতে বিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন করে উপজেলায় প্রথম স্থান অর্জন করতে পারে সে লক্ষ্যে শিক্ষক কাউন্সিল, রুটিং কমিটি, শিক্ষাঙ্গনে আইনশৃঙ্খলা কমিটি ও ভর্তি কমিটিসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানে সার্বিক উন্নয়নের জন্য সকল পেশাজিবীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। গভর্নিংবডি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এ,কে,এম সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, অবসর প্রাপ্ত শিক্ষক আবু সাইদ, গভর্নিং বডির সদস্য হাসনাত মোহাম্মদ রায়হান, সুশীল চন্দ্র সরকার, হারুন অর রশিদ, ফিরোজ আল মামুন, আবুল কালাম আজাদসহ প্রমুখ।