কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর জেলার কালিয়াকৈরে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টের সুইমিং পুলে গোসল করতে গিয়ে সাবানুল আলম ওরফে শান্ত (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেফিন নামে আরও এক যুবক। নিহত শান্ত দৈনিক প্রথম আলো’র আইটি বিভাগে কর্মরত ছিলেন।
শুক্রবার (০৫ জুন) ভোরে শান্তকে উদ্ধার করা হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনস্পেক্টর আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে ওই রিসোর্টের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মো. শুভ, সাইফুল ইসলাম, তৌহিদ হোসেন, রেস্টুরেন্ট ম্যানেজার শেরতাজ খান, শেফ আলকাস হোসেন, ফারুক আহমেদসহ সাতজন তরুণী রয়েছেন।
তবে আটকদের সম্পর্কে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টে কর্মরত লোকমান হোসেন নামে এক নিরাপত্তাকর্মী জানান, বৃহস্পতিবার (০৪ জুন) রাতে প্রথম আলো আইটি সেকশনের ১০/১২ জনের একটি দল এবং একটি পোশাক কারখানার কয়েকজন ব্যক্তি রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট ভাড়া নেন। রাত সাড়ে ৯টার দিকে গোসল করতে কয়েকজন সুইমিং পুলের পানিতে নামেন। এর মধ্যে প্রথম আলোর কর্মীরাও ছিলেন। তবে রাত থেকে শান্ত ও আরেফিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের দুইজনকে ভোরে সুইমিং পুল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
লোকমান হোসেন আরও জানান, উদ্ধার দুইজনের মধ্যে শান্তর নাকমুখ দিয়ে রক্ত বের হতে দেখেছিলেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহত আরেফিন সাভার এনাম মেডিকেলে ভর্তি আছেন। তবে নিহত শান্তর মরদেহ ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।