কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ॥ আজ দুপুরে ভূমি প্রতিমন্ত্রী মোঃ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন। এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ওমেদারদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবী করেন। টাকা না দিলে নামজারী জমাভাগ করা হয় না বলে জানিয়ে দেয়। বিষয়টি রেজা নামের জনৈক ব্যক্তি মন্ত্রীকে জানালে মন্ত্রী ওই অফিস পরিদর্শনে যান।
অভিযোগকারী রেজা জানান, আজ বুধবার সকালে রেজা কালামপুর মৌজার ৫ শতাংশ জমির নামজারী করার জন্য সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা একজন ওমেদারের সাথে কথা বলতে পরামর্শ দেন। ওমেদার ৫ শতাংশ জমি নামজারীর জন্য ১০ হাজার টাকা দিতে হবে বলে দাবী করেন। তিনি নিরুপায় হয়ে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে পরামর্শের জন্য যান। এর মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোঃ সাইফুজ্জামান চৌধরী জাবেদ ভূমি অফিস পরিদর্শনের জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে পৌঁছেন। পরে বিষয়টি জানতে পেরে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহান ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে সফিপুর ভূমি অফিসে গিয়ে ঘটনার সত্যতার আংশিক প্রমাণ খুঁজে পান। এঘটনায় জরিত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে এমএলএসএস জয়নাল আবেদীনকে পুলিশে সোর্পদ করেন। পরে গত ৩ দিনের আদায়কৃত খাজনার ৬২ হাজার টাকা গচ্ছিত রাখার দায়ে সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আলী হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।