সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারকে হুমকির অভিযোগ

কালিয়াকৈরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারকে হুমকির অভিযোগ

শেয়ার করুন

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো অফিস ॥
গাজীপুর: কালিয়াকৈরে দায়েরকৃত ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় আসামীরা বাদীর পরিবারকে নানা ধরনের হুমকিসহ মিথ্যা মামলায় হয়রানীর করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আসামীদের নানা হুমকিতে মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগে থেকে জানা গেছে, কালিয়াকৈরের সিনাবহ উন্দারটেক এলাকার মৃত-কছিম উদ্দিনের ছেলে মজিবর রহমান প্রায় এক বছর আগে স্থাণীয় মোরশেদ আলীর ভাগনীকে ঘর থেকে তুলে নিয়ে পাশের একটি কাঠ বাগানে রাতভর ধর্ষণ করে। ওই ঘটনায় ধর্ষিতার মা রাবিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় মজিবরসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই আসামীরা জামিনে বের হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি সহ নানা চাপ দিচ্ছে। মামলা তুলে না নেওয়াতে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে মোরশেদ আলীসহ এলাকার ১৩ জন নিরহ ব্যক্তির নামে মিথ্যা মামলা দায়ের করে। অভিযুক্ত মজিবুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার এ এস আই রেজা নুরুল ইসলাম জানান, প্রাণ নাশের হুমকি দামকির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।