শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে ট্রেনের পার্স খুলে চলাচলে বিঘ্ন

কালিয়াকৈরে ট্রেনের পার্স খুলে চলাচলে বিঘ্ন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈরে তেলবাহী ট্রেনের পার্স খুলে লাইনের ক্লিপ ভেঙে জয়দেবপুর-রাজশাহী লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

উপজেলার রতনপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় প্রায় ৬ কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত শেষে শনিবার সকাল ৮টায় ওই পথে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন থেকে মালবাহী ট্রেনটির চাকার পাশের কিছু হ্যাঙ্গারসহ যন্ত্রাংশ খুলে পড়ে। প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে গিয়ে থামে ট্রেনটি।

ট্রেনের যন্ত্রাংশের আঘাতে মৌচাক স্টেশন থেকে পশ্চিমে প্রায় ৬ কিলোমিটার রেলপথের ক্লিপ খুলে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা ট্রেনটি মেরামত করলে রাত সাড়ে ৩টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। আর শনিবার সকাল ৮টায় অন্যান্য ট্রেন চলতে শুরু করে। দুপুর ১২টায় ওই লাইন মেরামতের কাজ চলছিল। ওই ঘটনায় রেলওয়ে পাকশি বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।