শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে গভীর রাতে পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর উপহার

কালিয়াকৈরে গভীর রাতে পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর উপহার

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে হত দরিদ্র ও শীতার্তদের জন্য গভীর রাতে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার ‘কম্বল’ পৌঁছে দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। সোমবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কম্বল বিতরণ।

জানা যায়, সারা দিনের কর্ম ব্যস্ততা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের নেতৃত্বে উপজেলার অন্যন্য কর্মকর্তাগণ কালিয়াকৈর বাজার এলাকায় ফুটপাতে ঘুমানো শীতার্ত হতদরিদ্র, রিক্সা চালক, সিকিউরিটিগার্ডদের মাঝে পৌঁছে এ কম্বল দেন।

এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার বিষয়টি তাদের মাঝে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, ইউএনও সিএ মো.নুরুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল প্রমুখ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করছি, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।