কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর ডিগ্রি কলেজের ১ম বষের্র ছাত্র আশরাফুল ইসলাম রতন (১৮) ট্রাক চাপায় নিহত হন, চালকের ফাসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কালিয়াকৈর ডিগ্রী কলেজ ও বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুল রহমান লিটন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সবুজ, উপজেলা সেচ্ছাসেবলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সহ নিহতের পরিবারের সদস্য, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এলাকাবাসি।
বক্তারা অবিলম্বে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম রতন হত্যাকারী ঘাতক ডাইভার কে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ৫ নভেম্বর দুপুরে গাজীপুর-টাংগাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত জোড়াপাম্প এলাকায় ট্রাক নং কুষ্টিয়া -ট ১১-৩০২৪ এর অজ্ঞাত নামা চালক, আশরাফুল ইসলাম রতনকে ট্রাকচাপায় হত্যা করে পালিয়ে যায়।