বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > কার্যালয়ে তালা: ঢুকতে পারছেন না মেয়র

কার্যালয়ে তালা: ঢুকতে পারছেন না মেয়র

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ফের নিজের দায়িত্বভার গ্রহণ করতে গিয়েও তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। আজ ২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিটি করপোরেশন ভবনে গিয়ে দেখতে পান তার কার্যালয়ে তালা ঝুলছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরিফউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কে বা কারা এই কার্যালয়ে তালা লাগিয়েছে, সে ব্যাপারে আমরা অবগত নই।

প্রধান নির্বাহীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র বুলবুল বলেন, কার্যালয় খোলা না হলেও আমি আমার দায়িত্ব পালন করবো। বাসায় বসে হলেও আমি ফাইলপত্রে সই করবো। কার্যালয় খুলে দেওয়া হলেও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা না করিয়ে আমি সেখানে ঢুকবো না।

উল্লেখ্য, বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ফের স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত ৫ মার্চ আপিল বিভাগ এই আদেশ দেন। ফলে মেয়র পদে ফিরতে কোনও বাধা না থাকায় দায়িত্ব বুঝে নিতে যান বুলবুল।

নাশকতার চার মামলায় পুলিশের অভিযোগপত্রের পর বুলবুলকে ২০১৫ সালের ৭ মে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৩ সালের ১৫ জানুয়ারি মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।