স্টাফ রিপোর্টার: রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির ১৩তম সভা গত ৯ই মার্চ শনিবার বিকেল ৫টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সহ সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ রকিবুস সুলতান মানিক।
সভায় নতুন সদস্যের পরিচিতি এবং বিভিন্ন আলোচনাসহ মাননীয় প্রধানমন্ত্রী গতবারের ন্যায় এবারও ইফতার মাহফিলকে নিরুৎসাহিত করায় আগামী ২২শে মার্চ ২০২৪ খ্রিঃ কারমাইকেল কলেজের এজিএম ও ইফতার মাহফিল হবে না বলে জানাযায়।
সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ঈদের পর ঈদ পূনর্মিলনী ও এজিএম একসাথে অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো: রায়হান আলী এবং নাজমুস সাকিব বর্ষণ আই টি বিষয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।
কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ মোঃ রশিদুল হক এক লক্ষ টাকার চেক কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতিকে অনুদান হিসেবে প্রদান করেন এবং সমিতির আজীবন সদস্য হন। এ সময় কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।