স্টাফ রিপোর্টার ॥
বিজিএমইএ’র ঘোষণায় বুধবার (২১ ডিসেম্বর) বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি পোশাক কারখানা। অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে মঙ্গলবার কারখানাগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পোশাক কারখানার মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।
বন্ধ থাকা কারখানার প্রধান ফটকগুলোর সামনে ছাড়াও গোটা শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছেন কয়েক হাজার পুলিশ সদস্যসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যে সমস্ত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই সমস্ত কারখানার শ্রমিকদের কারখানার সামনে অবস্থান করা, আশপাশে ঘোরাঘুরি করা, জটলা পাকানো নিষিদ্ধ। অন্যথায় গ্রেফতার করা হবে বলে মাইকিং করে ঢাকা জেলা পুলিশের নির্দেশনা দেয়া হচ্ছে।
শ্রমিকদের কারখানা কিংবা মহাসড়কে না উঠতেও পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সব মিলিয়ে শ্রমিকদের কর্মবিরতি এবং এর প্রতিক্রিয়ায় মালিকদের কারখানা বন্ধের জেরে আশুলিয়ায় বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া, জিরাবো, নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) সহ অন্যান্য এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।