রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কামারুজ্জামানের সাক্ষাতে কারাগারে গেছেন আইনজীবীরা

কামারুজ্জামানের সাক্ষাতে কারাগারে গেছেন আইনজীবীরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে চূড়ান্ত রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন তার পাঁছ আইনজীবী।
বৃহস্পতিবার সকাল ১০টায় আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী কারাফটকে গিয়ে পৌঁছান।
কারাফটকে শিশির মনির সাংবাদিকদের জানান, তারা কামারুজ্জামানের পক্ষ থেকে পরবর্তী আইনী নির্দেশনা কী হবে জানতে তার সঙ্গে দেখা করবেন। তার পক্ষ থেকে দিক নির্দেশনা জানবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামারুজ্জামানের আইনজীবী জানান, প্রেসিডেন্টের ক্ষমাভিক্ষা চাওয়ার প্রশ্ন এখন আসছে কেন। চূড়ান্ত আইনী প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি।
আপিলের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা হবে। এটা কামারুজ্জামানের সাংবিধানিক অধিকার।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-এর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা কামারুজ্জামানের রিভিউ আবেদনের সুযোগ নেই জানালে- শিশির মনির বলেন, মাননীয় আইনমন্ত্রী ও বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল যা বলছেন তার কোন আইনগত ভিত্তি নেই।
আইনের কোথাও নেই কামারুজ্জামান কেন রিভিউ আবেদন করতে পারবেন না। ওনারা যা বলছেন তা ঠিক নয়।
এরপর কামারুজ্জামানের আইনজীবীরা কারাগারে প্রবেশের জন্য জেলকর্তৃপক্ষের অনুমতির জন্য কারাফটকে অপেক্ষায় থাকেন।
এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদন করেন এডভোকেট শিশির মনির। শিশির মনির স্বাক্ষরিত আবেদনপত্রে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য ৫ জন আইনজীবীর নাম দেওয়া হয়েছে। এরা হলেন, মতিউর রহমান, শিশির মনির, এসএম সিদ্দিক, নাজিব মোমিন ও মশিউল আলম।