শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়া থানার এসআই সুমনের পিস্তল চুরি, সাময়িক বরখাস্ত

কাপাসিয়া থানার এসআই সুমনের পিস্তল চুরি, সাময়িক বরখাস্ত

শেয়ার করুন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের কাপাসিয়া থানার এসআই সুমন আহমেদের বাসা থেকে গত রোববার রাতে তার নামে বরাদ্দকৃত পিস্তলটি চুরি হয়েছে। এ ঘটনায় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ ওই রাতেই তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করেছেন।

পুলিশের কালীগঞ্জ সার্কেল এএসপি পংকজ দত্ত গতকাল সোমবার সকালে কাপাসিয়া থানায় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
থানা সূত্রে জানা যায়, এসআই সুমন আহমেদ গত শনিবার রাতে ডিউটি শেষ করে থানার পাশে তার বাসা থেকে রোববার সকাল ৯ টার

দিকে রেশন উঠানোর জন্য গাজীপুর যান। রাত ১০টার দিকে ভাড়া বাসায় ফিরে দেখে তৃতীয় তালায় তার বাসার দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ করা এবং লোহার সিন্দুকে রক্ষিত তার ব্যবহৃত সরকারী পিস্তলটি নেই। এ সময় তার বাসায় কেউ ছিল না। গত দু’দিন পূর্বে তার স্ত্রী, সন্তান বাড়িতে বেড়াতে যান।

এ ঘটনা জানাজানি হলে থানা পুলিশের  মাঝে তোলপাড় শুরু হয়। পরে রাতেই খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেল শেখ, কালীগঞ্জ সার্কেল এএসপি পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। ২ টি ম্যাগজিনে ২৪ রাউন্ড গুলি সহ ব্রাজিলের তৈরী ৯ এমএম তরাশ পিস্তলটি খোয়া যাওয়ার ঘটনায় গাজীপুর পুলিশ সুপার এসআই সুমন আহমেদকে রোববার রাতেই সাময়িক বরখাস্ত করেছেন।

সুমন আহমেদের বাসা থেকে পিস্তল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ৭ লাখ ১১ হাজার টাকার মালামাল চুরির ঘটনায় সে নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। উল্লেখ, এসআই সুমন আহমেদ একজন নাট্যকর্মী। সে সরকারী দায়িত্ব পালনের ফাঁকে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে বলে জানা যায়।