শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ায় ডাকাত সর্দার রানাসহ গ্রেফতার ৩

কাপাসিয়ায় ডাকাত সর্দার রানাসহ গ্রেফতার ৩

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার ঘোরষাব ও দক্ষিণগাঁও গ্রামে এক রাতে প্রবাসী ও কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনার পনের দিন পর রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। সেই সাথে বেরিয়ে এসেছে ৫ টি হত্যা ও ১০ টি ডাকাতির রহস্য। গ্রেফতার করা হয়েছে মানুষ খেকু ডাকাত সর্দার রানা সহ ৩ ডাকাতকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। আজ সোমবার অন্য একটি উপজেলার হত্যাসহ ডাকাতির কথাও স্বীকার করেছে আদালতে।


কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানায়, গত ২ জানুয়ারি রাতে ওই এলাকায় র্দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৮ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের স্বার্নলংকার, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য জিনিসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয় তারা। পরের দিন জয়নাল আবেদীন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক এই ক্লু-লেস ডাকাতি মামলার তদন্তের দায়িত্ব দেন আমাকে। প্রায় পনের দিন গভীর তদন্ত এবং টঙ্গী, মাধবদী, পলাশ এলাকায় রাত-দিন অভিযান চলিয়ে মানুষ খেকু ডাকাত সর্দার সাদ্দাম হোসেন রানা সহ তার সহযোগী নরসিংদী জেলার সাধারচর গ্রামের আফসার উদ্দিনের পুত্র মোমিন মিয়া (৩০) ও গাইবান্দা জেলার মহিপুর সামবালা Ÿাজার গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র নবির হোসেন (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উদ্ধার করতে পেরেছি লুন্ঠিত মালামাল। ডাকাত সর্দার সাদ্দামকে মানুষ খেকু বলা হয় এজন্য যে, সে ডাকাতির পাশাপশি মানুষ খুন করাতেও খুব পারদর্শী। তাই ডাকাতদের মধ্যে সে মানুষ খেকু বলে পরিচিত। ৫ টি খুনের কথা সে আমার কাছে নিজের মুখে বর্ণনা দিয়েছে। তার বিরুদ্ধে কাপাসিয়া, শিবপুর, মনোহরদী, পলাশ, কালীগঞ্জ সহ বিভিন্ন থানায় ৫ টি হত্যা তার মধ্যে ১টি অপহরণ হত্যা, ১টি অ¯্র ও ১০টি ডাকাতি মামলা রয়েছে। সে নরসিংদী জেলার শিবপুর থানার দূলালপুর দড়িপাড়া গ্রামের আব্দুল লতিফ ঝাডু মিয়ার পুত্র। ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিও জব্দ করা হয়েছে।