শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়া উপজেলায় শ্রেষ্ঠ সভাপতি মেহেদী হাসান

কাপাসিয়া উপজেলায় শ্রেষ্ঠ সভাপতি মেহেদী হাসান

শেয়ার করুন


তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুর : কাপাসিয়া উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি বাছাইয়ে চাকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসানকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ, সভাপতির ভূমিকা ইত্যাদি বিষয় পর্যালোচনায় চাকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসানকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচন করে বাছাই কমিটি।
জাতীয় শিক্ষা পদক–২০২২ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচন ১৯ সেপ্টেম্বর, ২০২২ সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে শ্রেষ্ঠ সভাপতি, প্রাধান শিক্ষক নির্বাচন-২০২২ এর বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড.আমানত হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনছার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ শহীদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন ও সোহরাব রুস্তম, বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজামান মাসুম , উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বকুল প্রমুখ।
মোঃ মেহেদী হাসান জানান, আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমাকে সভাপতি দায়িত্ব দেয়ার পর থেকে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। কাপাসিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।