শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল

কাপাসিয়ায় শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল

শেয়ার করুন

কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুর : কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রফিকুল ইসলাম (৬৫) গত রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লøাহি… রাজিউন)। গতকাল সোমবার সকাল ১১ টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং সাড়ে ১১ টায় কাপাসিয়া দারুল উলুম মাদরাসা মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে কাপাসিয়া পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়ি আঙ্গিনায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কফিনে জাতীয় পতাকা প্রদর্শন, পুস্পস্তবক অর্পণ এবং থানা পুলিশের একটি চৌকস দল বিউগল বাজিয়ে গার্ড অব অনার প্রদান করেন। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কাপাসিয়া পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুমের মৃত্যুতে গাজীপুর- ৪, কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ¦ সালাহ্ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি ফ.ম এমদাদুল হোসেন, জাসদ নেতা মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আমানত হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, জাতীয় পার্টি নেতৃবৃন্দ, কমিউনিষ্ট পার্টি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলা শ্রমিক দল সহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে কালো ব্যাচ ধারণসহ ৩ দিনের শোক কর্মসূচি এবং আগামী ১০ মার্চ, শনিবার বাদ আছর মরহুমের বাড়ি সংলগ্ন ‘কাপাসিয়া দারুল উলুম মাদরাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।