সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও থানা পুলিশের কুচকাওয়াজ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শণ করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা চত্বরে শহীদ বেদিতে সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, কাপাসিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
মহান বিজয় দিবসের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও ’রক্ত ঋণ’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, টি-২০ ক্রিকেট ম্যাচ, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, সূধি একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ অংশগ্রহনে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়ি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা ঃ ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। বিজয়োৎসবের প্রথম দিনে শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা চত্বরে ছিল আলোর মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।