বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ২৬ জনকে অর্থদন্ড প্রদান

কাপাসিয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ২৬ জনকে অর্থদন্ড প্রদান

শেয়ার করুন

শামসুল হুদা লিটন
কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খান।
জানাযায়, ২২ জানুয়ারি শনিবার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর বাজার, বাস স্ট্যান্ড, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার ও বীর উজলী বাজার সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারণ জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার লক্ষ্যে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪(২) ধারায় ২৬ জনকে ২৬ টি মামলায় ৪৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে এসময় মাস্ক ও বিতরণ করা হয়।

এছাড়া অবৈধভাবে লাল মাটির টিলা কাটার অপরাধে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।