আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার চালার বাজারে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি, পোল্ট্রি মেডিসিন, পোল্টি-ফিড এবং ঔষধের দোকান সহ মোট ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ৩টি দোকান। প্রাথমিক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। পাশর্^বর্তী মনোহরদী উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও এলাকাবাসীর র্দীঘ চেষ্টার পর রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে কামাল, রাশেদুল ও মোহসিন নামের তিন ব্যবসায়ী আহত হয়। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. মো: আমানত হোসেন খান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম জানান আগুনে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন।
ব্যবসায়ীরা জানায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ওই বাজারে গত মঙ্গলবার রাত ১.৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হয় মুহূর্তে বাজারের দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় ৬ দোকানের সব মালামাল । আগুনে ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো মুদি দোকানী আসাদুজ্জামান শেখের ৯’শত বস্তা চাউল, নাঈম সরকারের মুদি দোকান, শরিফুল ইসলামের মুদি দোকান, জহাহাঙ্গীর আলমের মুদি দোকান, অহিদুজ্জামান জজ মিয়ার ফিড ও পোল্ট্রি মেডিসিনের দোকান, মোঃ হৃদয় মিয়ার ঔষধের দোকান।
ঘাগটিয়া চালার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান জানান, প্রতি দিনের ন্যায় দোকানীরা মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। প্রায় ১টার দিকে বাজারের নিরাপত্তারক্ষীরা মোবাইল ফোনে তাঁকে আগুন লাগার কথা জানান। পরে মসজিদের মাইক থেকে লোকজনকে জানালে সবাই এগিয়ে আসে এবং আগুন নিভাতে সহযোগিতা করে। এছাড়া খবর পেয়ে খুব দ্রুত মনোহরদী উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে বাজারের উত্তর পাশের্^র ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।