শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত:৪ ফার্মেসী ২০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত:৪ ফার্মেসী ২০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত ৪ ফার্মেসী থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এবং গাজীপুরের ড্রাগ সুপার মোঃ অজিউল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
জাতীয় ড্রাগ অধিদপ্তর গাজীপুর সুপার মোঃ অজিউল্লাহ বলেন, ১৯৪০-১৮/২৭ ধারা মোতাবেক ড্রাগ লাইসেন্স না থাকায়, ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় এবং অনুমোদনহীন বিদেশী ঔষধ রাখার দায়ে সজিব মেডিকেল হল এর স্বত্তাধীকারি সম্ভু দাস ৮ হাজার টাকা, সরকার ফার্মেসীর স্বত্তাধীকারি মোঃ জাহাঙ্গীর ৫ হাজার টাকা, পবন মেডিকেল হল এর স্বত্তাধিকার আনোয়ার হোসেন ৪ হাজার টাকা ও আনোয়ার মেডিকেল হলের স্বত্তাধিকার আরিফ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কাপাসিয়া থানার এ এস আই রাসেলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।